ঈদে মুক্তি পাচ্ছে জুনিয়র ফারহানের নাটক মায়াপুরের হিরো
ভিন্নধর্মী এক গল্প নিয়ে এবার ঈদুল ফিতরে হাজির হচ্ছে , এ সময়ের তরুণ অভিনেতা জুনিয়র ফারহান। বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিকুর রহমান ফারহানের সাথে তার চেহারার অনেক সাদৃশ্য রয়েছে। তা থেকে সাধারণ দর্শকরা তাকে জুনিয়র ফারহান নামে সম্বন্ধিত করেছে।গ্রামীন পরিবেশে সুন্দর ও সমাজতান্ত্রিক গঠনমূলক নাটক নিয়ে হাজির হচ্ছে নাটক মায়াপুরের হিরো টিম।
তাদের কঠোর পরিশ্রমের ফলে এই নাটক রূপান্তরিত হয়েছে একটি সুন্দর জলজ্যান্ত সামাজিক নাটকে।এই নাটকের মাধ্যমে ফুটে উঠবে, একজন সেলিব্রিটির প্রেমে অন্ধভক্ত হয়ে যখন এলাকার কোন ছেলে।
তাকে সর্বদাই অনুকরণ করতে থাকে।আসতে থাকবে নানা দিক থেকে নানা বাধা বিপত্তি, সব ধরনের সমস্যা ঝামেলা এগিয়ে নিয়ে যাবে এই গল্পের মাধ্যমে।
এই নাটকটিতে জুনিয়র ফারহানের কো আর্টিস্ট হিসেবে রয়েছে সুদর্শন ও নবাগত নায়িকা সিনথিয়া চৌধুরী, তার অভিনয়ের দক্ষতার মাঝে এই নাটকটাকে সুন্দর এবং পরিপূর্ণ করে তুলেছে।
নাটকটি নির্মাণ করেছে এ সময়ের তরুণ নির্মাতা এম এইচ মুন্না, অক্লান্ত পরিশ্রম এবং সুন্দর নিখুঁত ডিরেকশনের মাধ্যমে শুটিং সম্পন্ন হল নাটক মায়াপুরের হিরো। খুব দ্রুততার সাথে এবং খুব পরিপাটি ভাবে সামনে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এই নাটকের সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হলো। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে জুনিয়র ফারহান এর নিজস্ব ইউটিউব চ্যানেলে এই নাটক দেখতে পাবেন।
নাটকটিতে সিনেমাটোগ্রাফি করেছেন বর্তমান সময়ের তরুণ ও স্বনামধন্য সিনেমাটোগ্রাফার মোহাম্মদ মোকসেদুল ইসলাম। তিনি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এবং ইউটিউবে অনেক নাটকের কাজ করেছেন তার হাতের কাজের শৈল্পিক পছন্দ আছে বর্তমান তরুণ সমাজের।
ডি ও পি মকদুল ইসলামের সাথে আমাদের কথা হলে উনি আমাদেরকে জানান, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত নাটক মায়াপুরের হিরোর শুটিং সম্পন্ন করলাম, এই নাটকটিতে আমার অনেক স্মৃতি আবেগ জড়িয়ে আছে, নাটকটির গল্প একেবারেই নতুন এবং সুন্দর। আপনারা দেখতে পাবেন একজন সেলিব্রিটির ফ্যান লাভার তার জন্য কি করতে পারে।
নানান প্রতিকূলতার সাথে সম্মুখীন হতে হবে প্রতিনিয়ত থাকে।
তারি মাধ্যমে সুন্দর একটা মেসেজ পাবেন আপনারা সামাজিক মেসেজ।
যাতে করে তরুণ সমাজ আরো উদ্বুদ্ধ হতে পারে আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য।
আশা রাখছি আপনারা সবাই আমাদের সবার কাঙ্ক্ষিত নাটক যা পবিত্র ঈদুল ফিতরের মুক্তি পাবে জুনিয়র ফারহানের নিজস্ব ইউটিউব চ্যানেলে।
আপনারা দেখবেন এবং আপনাদের মন্তব্য করবেন।
এবং আমরা দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে পারি এই নাটকটি অবশ্যই আপনাদের ভালো লাগবে।অনেক বড় পরিসরে এই প্রথম জুনিয়র ফারহান প্রোডাকশন হাউজ থেকে এই নাটকটি নির্মিত হচ্ছে। এবং এরপর থেকে জুনিয়র ফারহান প্রোডাকশন হাউজ থেকে পরপর আপনারা আরো সুন্দর সুন্দর নাটক পাবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন, জুনিয়র ফারহান প্রোডাকশন হাউজের কর্ণধার ।তিনি জানান আশা রাখছি আমাদের এই নাটকটি আপনাদের সবার ভালো লাগবে, এই গল্পে একটা সারমর্ম রয়েছে, যাতে রয়েছে আবেগ ভালোবাসা গ্রামীণ পরিবেশ এবং সুন্দর মাধুর্য। যা আমরা এখন খুব কমই দেখতে পাই ইউটিউবে । বর্তমানে অনেক নগ্ন কনটেন্ট এ আমাদের ইউটিউব ভরে গিয়েছে, তাই আমরা চেষ্টা করেছি গতানুগতিক দিক থেকে এর বাইরে গিয়ে সুন্দর একটা মনোরম নাটক এবং সাদৃশ্যপূর্ণ নাটক আপনাদের উপহার দেওয়ার জন্য। আপনাদের ভালো লাগবে।
ধন্যবাদান্তে : নাটক মায়াপুরের হিরো টিম ।