২৬ বলে এনামুলের অর্ধশতক

ঢাকা প্রিমিয়ার লিগে গতকাল বৃহস্পতিবার মাঠে গড়িয়েছে তিনটি ম্যাচ। যেখানে ধানমন্ডি স্পোর্টস ক্লাব বিকেএসপিতে ৫ উইকেটে হেরেছে অগ্রণী ব্যাংকের কাছে। আরেক মাঠে লো-স্কোরিং ম্যাচে শাইনপুকুরকে ৮ উইকেটে হারাল গাজী গ্রুপ; অধিনায়ক এনামুল হক বিজয় ফিফটি পান মাত্র ২৬ বলে। মিরপুরে দাপট দেখিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় জয় তুলে নিল গুলশান ক্রিকেট ক্লাব। মিরপুর শের-ই-বাংলায় এদিন আগে ব্যাট করতে নেমে রুপগঞ্জ টাইগার্সের ইনিংস থামে ২২৮ রান করতেই। গুলশানের আসাদউজ্জামান পায়েল একাই দখলে নেন ৪ উইকেট। এরপর ৭৫ বলে ৯ চারে ৬৭ রান করে দলকে সহজ জয় এনে দেন ওপেনার জাওয়াদ আবরার। আরেক ওপেনার আজিজুল হাকিম তামিমের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৪০ রান। তিনে নামা খালিদ হাসানও প্যাভিলিয়নে ফেরার আগে করেন ৪৩। দিনের আরেক ম্যাচে ধানমন্ডি স্পোর্টস ক্লাব বিকেএসপিতে ৫ উইকেটে হেরেছে অগ্রণী ব্যাংকের কাছে। টস হেরে ব্যাট করতে নেমে ৩৩.৫ ওভারে ১১৫ রানের বেশি করতে পারেনি ধানমন্ডি। মাত্র ১৪ রান খরচায় অগ্রণী ব্যাংকের রবিউল হক শিকার করেন ৪ উইকেট। লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে দ্রুত উইকেট হারালেও মার্শাল আইয়ুবের হার-না-মানা ফিফটিতে ৫ উইকেটের জয় নিশ্চিত হয় দলটির। অধিনায়ক এনামুল হক বিজয়ের দ্রুতগতির ফিফটিতে শাইনপুকুরকে সহজেই হারিয়ে দিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। এদিন বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নেমে শাইনপুকুর অলআউট হয়ে যায় ১৬১ করতেই। সহজ টার্গেট টপকাতে নেমে দুই ওপেনারের ব্যাট থেকে ফিফটি পায় গাজী গ্রুপ। ৮ চার ও ২ ছক্কায় ২৭ বলে ৫২ রানের ইনিংস খেলে বিদায় নেন ক্যাপ্টেন বিজয়। আরেক ওপেনার সাদিকুর রহমান উইকেট হারান বরাবর পঞ্চাশে। এরপর সালমান হোসেন ইমন ২৩ ও শামসুর রহমান শুভ ৩৩ রানের ক্যামিও খেলে দলকে এনে দেন ৮ উইকেটের বড় জয়, তাও আবার ৩২.১ ওভার হাতে রেখে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2025
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930