ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ গাড়ির সংঘর্ষ, আহত-নিহত?

ঘন কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস, ট্রাক ও মাইক্রোবাসসহ ৮টি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তবে এখনও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার ভোরে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী থেকে আমিরাবাদ মোড় পর্যন্ত তিন কিলোমিটারের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকামুখী লেনে বেশিরভাগ দুর্ঘটনা ঘটেছে।

কুয়াশার কারণেই এসব দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনায় আহত ১৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এখন সড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরানোর কাজ চলছে। যানজট নেই, তবে ধীরগতি আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

স্থানীয়রা জানান, ঘন কুয়াশার কারণে দাউদকান্দির আমিরাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। ভোরে মহাসড়কে ঘন কুয়াশার কারণে অল্প দূরত্বের কিছুই দেখা যাচ্ছিল না। এর ফলে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও অন্যান্য গাড়িগুলোর একটির সঙ্গে অপরটির ধাক্কা লাগে। তবে কেউ মারা যায়নি।

দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোর মধ্যে ৪টি বাস, দুইটি ট্রাক, একটি মাইক্রোবাস এবং একটি প্রাইভেটকার রয়েছে। এসব দুর্ঘটনায় যাত্রীরা গুরুতর আহত না হলেও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

March 2025
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031