আমরা তো নারী…!

আমরা কান্না করলে সেটা ন্যাকামো হবে-
হাসলে বেহায়াপনা হবে-
আমাদের কথা বলায় ছল চাতুরী থাকবে-
আমাদের অনুভূতি মিথ্যে হবে-
আমাদের ভালোবাসা লোক দেখানো হবে-
আমাদের কোনো বিষয়ের মতামত
বেয়াদপ উপাধি দেবে-
আমাদের চুপ থাকা অহংকারীত্ব হবে-
এটাই স্বাভাবিক..!
যেখানে পরিবারের লোকদের বোঝাতে পারি না
আমরাও মন নিয়ে গড়া মানুষ-
সেখানে গোটা বিশ্বের একটা মানুষকে বোঝানো
অসম্ভব কিছু..।
তারপরও আমরা খুঁচরো ছেঁড়া দশ টাকার
নোটের মতো দিব্বি নিজেদের চালিয়ে নেই।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

December 2024
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031