ডিভোর্স গুঞ্জনের মাঝেই কার কাছে ক্ষমা চাইতে চান অভিষেক?

বচ্চন পরিবারের ছেলে ও পুত্রবধূর সম্পর্ক কি ভাঙার পথে? নানা চর্চা চলছে প্রতিদিনই। সম্প্রতি, একটি ভিডিওতে অভিষেক বচ্চনকে বলতে শোনা যাচ্ছে, এতদিন তিনি যাদের সঙ্গে খারাপ করেছেন, তাদের কাছে ক্ষমা চাইবেন।

শুধু তাই-ই নয়, অভিনেতা বলছেন, তিনি কিছু বলতেও চান। কেন এমন সব কথা বলছেন অভিষেক? কী এমন হয়েছে তার?

অভিষেক বচ্চনের আসন্ন ছবি ‘আই ওয়ান্ট টু টক’-এর চমকপ্রদ ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে হিরো ইমেজ নেই অভিষেকের।

তাকে বরং এক্কেবারে অন্য লুকে দেখা যাচ্ছে ছবির ট্রেলারে। সুজিত সরকারের পরিচালনার নিজস্ব স্টাইলে সিনেমার প্রতিটি দৃশ্য ফুটে উঠেছে।

ট্রেলারে অভিষেককে বলতে শোনা যায়, ‘আমি যাদের এত দিন দুঃখ দিয়েছি, তাদের কাছে এবার ক্ষমা চাইতে হবে।

ছবিতে অভিষেকের চরিত্রটিকে এমনভাবে দেখানো হয়েছে, যাতে তিনি ভুলেই গেছেন নিজের পরিচয়। কোনো এক দুরারোগ্য রোগে আক্রান্ত অভিনেতা।

তিনি অর্জুনের চরিত্রে অভিনয় করছেন। যে অর্জুনের সামনে একাধিক চ্যালেঞ্জ এসেছে বারবার। সুজিত সরকার এই সিনেমায় বিশেষ স্টাইলে জীবনের খারাপ ও ভালো দিকগুলোর মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করেছেন।

ছবিতে একদিকে অর্জুন, অর্থাৎ অভিষেককে তার অসুস্থতার সঙ্গে যেমন লড়াই করতে দেখা যাবে। অন্যদিকে তার মেয়েকে একা বড় করার লড়াইও ফুটে উঠবে।

পরিচালক সুজিত সরকারও ছবিতে অভিষেকের প্রশংসা করে সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, পোস্ট প্রোডাকশনে দেখার সময় নিজেই ছবিটি অনুভব করেছি। এটুকু গ্যারান্টি দিতে পারি যে, এটি অভিষেক বচ্চনের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা। আমরা বরাবর একসঙ্গে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু ভালো স্ক্রিপ্ট পাচ্ছিলাম না।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

December 2024
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031