২০২৫ সালে রোজা শুরু কখন, জানাল আরব আমিরাত

পবিত্র রমজান মাস বছর ঘুরে আবার দুয়ারে কড়া নাড়ছে। হিজরি সনের গণনা অনুসারে নবম মাসকে রমজান মাস বলা হয়। এই মাসেই মুসলমানরা ফরজ রোজা পালন করে থাকেন।

এরই মধ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটি সোমবার জানায়, ২০২৫ সালের ১ মার্চ দেশটিতে রোজা শুরু হতে পারে। তার আগে আকাশে দেখা যেতে পারে হিজরি রমজান মাসের চাঁদ।

মধ্যপ্রাচ্যভিত্তিক এই সংবাদমাধ্যম জানিয়েছে, পবিত্র রমজান মাসের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। আর চার মাস বাকি আছে। এমন সময়ে রমজান মাস শুরু নিয়ে ভবিষ্যদ্বাণী করল দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটি।

দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটি বলছে, হিজরি জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে রোজা শুরুর সময়। হিজরি পঞ্চম এই মাসের চাঁদ দেখা যেতে পারে আগামী ৩ নভেম্বর।

আর এরপরই ধারণা করা যাবে, এবার রোজা কবে শুরু হতে পারে।

দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গালফ নিউজকে বলেন, সম্ভবত আগামী বছরের ১ মার্চ আমিরাতে রমজান শুরু হতে পারে। যদিও সবকিছু নির্ভর করছে চাঁদ দেখার ওপর।

খবর গালফ নিউজের।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2024
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
2930