‘দুই সন্তান’ নিয়ে জন্মদিনের কেক কাটলেন পরীমনি

ঢালিউড অভিনেত্রী পরীমনির আজ জন্মদিন। জীবনের ৩২ বসন্ত পার করে ৩৩-এ পা দিলেন এ অভিনেত্রী। প্রতিবারেই জন্মদিন নিয়ে বড় আয়োজনের পরিকল্পনা সাজিয়ে রাখেন পরীমনি। কিন্তু এবারের জন্মদিনটি সাদামাটাভাবেই পালন করলেন তিনি।

গত বছর নানার মৃত্যু হয়। নানাই তার সব। আজ নানা নেই, তাই পরীর জন্মদিনে আনন্দ আর চাকচিক্যের দেখা নেই। সাদামাটা জন্মদিন পালন। তাই কিছু কাছের মানুষ আর দুই সন্তানকে নিয়েই জন্মদিনের প্রথম প্রহরে কেক কাটলেন অভিনেত্রী।

ভক্তদের নিজের জন্মদিনের কেক কাটার মুহূর্তের সাক্ষী করতে ফেসবুক লাইভে এসে পরী বলেন, আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ। আমার জন্মদিন পালন করার কোনো পরিকল্পনাই ছিল না।
কারণ আমার নানা ভাই ছাড়া আমি বড্ড একা। প্রতিবছর নানা ভাইয়ের হাত ধরেই কেক কাটতাম। কিন্তু নানু ভাই তো এখন আর নেই। ভেবেছিলাম, জন্মদিনে যান্ত্রিক এই শহর থেকে দূরে কোথাও গিয়ে নিজের মতো সময় কাটাব।
কিন্তু আমার কাছের প্রিয় কিছু মানুষ আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর তাই আমিও চাই এই বিশেষ মুহূর্তটি আমার দুই সন্তান ও এক কোটি ৬০ লাখ ভক্তকে নিয়েই কেক কাটতে।

এদিকে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন পরীমনি। অনম বিশ্বাস পরিচালিত ‘রঙিলা কিতাব’ নামের সিরিজটি আগামী ৮ নভেম্বর উন্মুক্ত হতে যাচ্ছে।

সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি ও মোস্তাফিজুর নুর ইমরান। এ ছাড়া শিগগিরই  ‘ফেলুবক্সী’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রীর।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2024
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
2930