ব্রেকিং নিউজঃ

আইনি লড়াই নিয়ে নতুন সিদ্ধান্ত নিলেন জোলি

হলিউডের আলোচিত জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট একসময় প্রেমের জন্য শিরোনামে ছিলেন। আর বিগত বছরগুলোতে শিরোনাম দখল করেছেন নিজেদের কলহ ও সংঘাত ঘিরে। বিচ্ছেদের পর আইনি লড়াই ও একে অপরকে বাক্যবাণে পরাস্ত করতে দেখা গেছে দুজনকে। তবে এবার হয়তো জোলি নিস্তার চান এসব থেকে। তাই আইনি লড়াই ও নিজের করা বিভিন্ন অভিযোগ থেকে ধীরে ধীরে সরে আসতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এবার এফবিআইয়ের বিরুদ্ধে আদালতে করা অভিযোগ তুলে নিয়েছেন অভিনেত্রী। দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলেছে জোলি ও পিটের মাঝে। হয় সন্তানের অভিভাবকত্ব কিংবা সম্পত্তির মালিকানা অথবা মানহানির অভিযোগ। আর সেসব নিয়ে দুই তারকার আইনি লড়াই চলছে গত কয়েক বছর ধরে। অবশেষে সব অভিযোগ গুটিয়ে নিয়ে নিজের দিকে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জোলি। ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) বিরুদ্ধে অভিযোগ আনেন অ্যাঞ্জেলিনা জোলি। জেন ডো ছদ্মনামে আদালতে তিনি অভিযোগ করেন, ২০১৬ সালের ঘটনা নিয়ে পিটের বিরুদ্ধে করা মানহানির মামলার সঠিক তদন্ত হয়নি। বিনোদন বিষয়ক মার্কিন সাময়িকী ইনটাচ উইকনি জানিয়েছে, অবশেষে ওই অভিযোগ তুলে নিতে সম্মত হয়েছেন জোলি। গত বুধবার আদালতকে এ সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। এফবিআইয়ের কাছে অ্যাঞ্জেলিনা জোলি অভিযোগ করেছিলেন, ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর প্রাইভেট জেটে চড়ে সন্তানদের নিয়ে ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে ফিরছিলেন। জোলি ও পিট। এ সময় তাঁদের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে জোলিকে থাপড় ও ধাক্কা দেন পিট, তাঁর মাথা ধরে ঝাঁকান। বাচ্চাদের ওপরও চড়াও হন। এক বাচ্চার গলা টিপে ধরেন, অন্যজনের মুখ চেপে ধরেন। এ ছাড়া জোলি ও সন্তানদের গায়ে মদ ছুড়ে মারেন পিট। তবে শুরু থেকেই জোলির এ অভিযোগ অস্বীকার করছিলেন ব্র‍্যাড পিট। জোলির অভিযোগের ভিত্তিতে ২০১৬ সালের ওই ঘটনা নিয়ে তদন্ত শুরু করে এফবিআই ও লস অ্যাঞ্জেলেস কান্ট্রি ডিপার্টমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সার্ভিসেস। একই বছরের নভেম্বরে এফবিআইয়ের এক মুখপাত্র জানান, এ ঘটনায় পিটের কোনো সংশ্লিষ্টতা পাননি তাঁরা, ফলে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হচ্ছে না। এরপর ২০২২ সালে এ তদন্তের নথি খতিয়ে দেখার দাবি তোলেন জোলি। অবশেষে এফবিআইয়ের বিরুদ্ধে আদালতে করা অভিযোগটি তুলে নিলেন অভিনেত্রী। ব্র‍্যাড পিট ও আঞ্জেলিনা জোলি কাছাকাছি আসেন ২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমা করতে গিয়ে। প্রায় এক দশকের সম্পর্কের পর ২০১৪ সালে বিয়ে করেন তারা। মিডিয়ায় এ জুটি পরিচিতি পেয়েছিল ‘ব্র্যাঞ্জেলিনা’ নামে। পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ২০১৭ সালে আলাদা থাকতে শুরু করেন তারা। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2024
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031