বিএনপির নামে চাঁদাবাজি করলে দল থেকে বহিষ্কার: দুলু
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত ১৫ বছর যারা আওয়ামী লীগ করেছে, বিএনপির কোনো নেতা যদি তাদের নিয়ে এসে বিএনপি করানোর চষ্টো করে আগে সেসব বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তারেক রহমান বলেছেন, বিএনপির নামে যদি কেউ চাঁদাবাজির চেষ্টা করে তাদের দল থেকে বহিষ্কার করা হবে। কেউ যদি দলের ভাবমূর্তি নষ্ট করে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার নাটোরে বন্যায় নিহত, ছাত্র আন্দোলনে শহিদের ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুলু।
নাটোর জেলা বিএনপি জেলা কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে আরও বক্তৃতা করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।