কিয়ামতের আগে অদ্ভুত প্রাণী সম্পর্কে কুরআন-হাদিসে কি বলা হয়েছে

প্রশ্ন: শুনেছি কিয়ামতের একটি আলামত হল, কিয়ামতের আগে এক অদ্ভুত প্রাণী আসবে। সে প্রাণীটি সম্পর্কে কুরআন হাদিসে কী বর্ণিত হয়েছে?

উত্তর: সে অদ্ভুত প্রাণীটি সম্পর্কে কুরআন কারীমে বলা হয়েছে, যখন তাদের সামনে আমার কথা পূর্ণ হওয়ার সময় এসে পড়বে, তখন তাদের জন্য ভূমি থেকে এক জন্তু বের করব, যা তাদের সঙ্গে কথা বলবে, যেহেতু মানুষ আমার আয়াতসমূহে ঈমান আনছিল না। সূরা নামল (২৭): ৮২।

আবদুল্লাহ ইবনে আমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন (কিয়ামতের) সর্বপ্রথম নির্দশন হল, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া এবং দুপুরে মানুষের কাছে একটি প্রাণীর আত্মপ্রকাশ ঘটা।

এর মধ্যে যেটাই আগে ঘটবে, অন্যটি এর পরপরই ঘটবে। সহিহ মুসলিম, হাদিস ২৯৪১; মুসনাদে আহমাদ, হাদিস ৬৫৩১, ৬৮৮১

হজরত হুযায়ফা (রা.) থেকে বর্ণিত আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ কিয়ামত হবে না, যতক্ষণ দশটি আলামত দেখা না যাবে,…।

এর মধ্যে তিনি অদ্ভুত এক প্রাণীর আগমনের কথা উল্লেখ করেছেন। সহিহ মুসলিম, হাদিস ২৯০১; মুসনাদে আহমাদ, হাদিস ১৬১৪১, ১৬১৪৪; জামে তিরমিযী, হাদিস ২১৮৩

এ প্রাণীটির আত্মপ্রকাশের কথা আরও বিভিন্ন হাদীসে বর্ণিত হয়েছে। সহিহ মুসলিম, হাদিস ২৪৯, ২৯৪৭; জামে তিরমিযী, হাদিস ৩০৭২; মুসনাদে আহমাদ, হাদিস ২২৩০৮ দ্রষ্টব্য।

কুরআনের আয়াত এবং প্রথোমক্ত হাদিস থেকে স্পষ্ট যে, প্রাণীটি মানুষের সঙ্গে কথা বলবে এবং একেবারে কিয়ামতের সময় এর প্রকাশ ঘটবে।

তবে সেটির আকার আকৃতি ও কীভাবে কোথায় আত্মপ্রকাশ করবে এবং এটি সম্পর্কে বিস্তারিত আলোচনা কুরআন কারীম কিংবা বিশুদ্ধ হাদীসে বর্ণিত হয়নি।

অবশ্য সাহাবায়ে কেরাম থেকে এ সম্পর্কে বিভিন্ন বর্ণনা রয়েছে। এ প্রাণীটি সম্পর্কে এমন অনেক কথাও প্রচলিত রয়েছে, যেগুলোর সূত্র বিশুদ্ধ নয়।

(সংশ্লিষ্ট আয়াতের তাফসির- তাফসিরে তবারী; তাফসিরে কাবীর; তাফসিরে কুরতুবী; তাফসিরে ইবনে কাসীর; তাফসিরে রূহুল মাআনী)

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2024
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930