প্রতিহিংসা চাই না, শান্তি চাই : পরীমণি

ছাত্রদের অসহযোগ আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীরপদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখহাসিনা। খবরটি প্রকাশ্যে আসতেই সাধারণমানুষদের সঙ্গে বিজয় উল্লাসে মেতে ওঠে দেশেরতারকা অঙ্গন। বিভিন্ন অভিনয়শিল্পী, চিত্রতারকা, সংগীতশিল্পীরা সামাজিক মাধ্যমে তাদের উল্লাসপ্রকাশ করেন। ঢাকাই সিনেমার জনপ্রিয়চিত্রনায়িকা পরীমণি তাদের একজন। ঢাকাইসিনেমার জনপ্রিয় এই নায়িকা দেশের সম্পদ বিনষ্টনা করতে দেশবাসীকে সংযত হওয়ার অনুরোধকরেন। সামাজিক মাধ্যমে পরী মণি লিখেছেন, ‘শান্তি চাই। লুটপাট, থানা আক্রমণ, প্রতিহিংসাচাই না।’ প্রসঙ্গত, চলমান কোটা সংস্কারআন্দোলনকে ঘিরে সাধারণ জনগণের পাশাপাশিশিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন পরিমণি। এর আগে, সরকার পদত্যাগের এক দফাদাবি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।গত শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারেহাজার হাজার মানুষের সমাবেশে বৈষম্যবিরোধীছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক নাহিদইসলাম এ ঘোষণা দেন। পরে গত (৪ আগস্ট) ‘মার্চটু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2024
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930