বিয়ে-রিলেশন নিয়ে মুখ খুললেন দীঘি
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের কার্ড প্রকাশকরে রীতিমতো হৈচৈ বাধিয়ে দিলেন প্রার্থনাফারদিন দীঘি। সত্যিই বিয়ের পিঁড়িতে বসতেযাচ্ছেন অভিনেত্রী? পরে জানা গেল, রেজাউররহমানের ওয়েব ছবি ‘৩৬-২৪-৩৬’-এর প্রচারণারকৌশল এটি। সম্প্রতি কালের কণ্ঠের সঙ্গেআলাপকালে নিজের আসন্ন চলচ্চিত্র ও প্রেম-বিয়েসহ একাধিক বিষয়ে কথা বলেন দীঘি। বিয়েনিয়ে একটা রব যেহেতু উঠেই গেছে, সত্যি সত্যিবিয়েটা তিনি কবে করবেন? এমন প্রশ্নে দীঘিবলেন, ‘বিয়েশাদি নিয়ে ভাবছিই না। এখনফোকাস শুধু পড়াশোনা আর অভিনয়ে। বিয়েজীবনের একটা অপরিহার্য বিষয়, এটা মানি। তবেপাঁচ-সাত বছরের আগে এ নিয়ে চিন্তা করতে চাইনা। আমার পরিবারও সেটা চায়। ’কোনো প্রেমেরসম্পর্কে বাঁধা পড়েছেন কি না এমন প্রশ্নেঅভিনেত্রীর উত্তর, ‘আশপাশের মানুষ জানে, বড্ডঠোঁটকাটা স্বভাবের মেয়ে আমি। লুকোছাপাওপছন্দ করি না। আমি কোনো রিলেশনে নেই।থাকলে কবেই বলে দিতাম। চুরি তো করতাম না, একটা সম্পর্কই তো শুধু করতাম।’ লেখাপড়া ওঅভিনয় একসঙ্গে কিভাবে সামলাচ্ছেন- এমনপ্রশ্নে দীঘি বলেন, ‘রুটিন করে নিয়েছি। শুটিং নাথাকলে অর্ধেকটা সময় কাটাই অধ্যয়নে আরবাকিটা পা-ুলিপি পড়ে। দুটিরই সমান গুরুত্বআমার কাছে। না পড়লে ফেল করব আর পা-ুলিপি না পড়লে ভালো গল্প সিলেক্ট করতে পারবনা, ক্যারিয়ার পড়বে হুমকির মুখে।’ দীঘিকেসামনে দেখা যাবে ওয়েব ছবি ‘৩৬-২৪-৩৬’-এ।ওয়েব ছবিটির প্রচারণায় নেমেছেন দীঘি। গতসোমবার করেছেন ফটোশুট। সামনে আছেসাংবাদিক সম্মেলন। সেদিনই ঘোষণা আসবে, কবে মুক্তি পাবে ছবিটি।