পব-১

ভোলায় ইয়াবা ব্যবসায়ি ও ভুমি দস্যু সিরাজ এর অত্যাচারের কাছে অসহায় কয়েকটি পরিবার

ভোলা সদর উপজেলার ২নং পশ্চিম ইলিশা ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডের গনি হাওলাদার বাড়ীর ইয়াবা ব্যবসায়ি ও ভুমি দস্যু সিরাজ ও তার ভাইদের অত্যাচারের কাছে অসহায় একটি পরিবার।

সুত্রে জানাযায় গতকাল শুক্রবার সকালে সেলিম এর সুপারির বাগান থেকে জোরপূর্বক সুপারি নিয়ে যায় ইয়াবা ব্যবসায়ি ও ভুমি দস্যু সিরাজসহ ৭/৮ ভাই একটি ভূমি দস্যু চক্র।এসময় সেলিম সুপারি পারতে বাধা দিলে তাকে মারধর করে ও হত্যার হুমকি দেয় ভুমি দস্যু চক্রটি।

সুপারির বাগান থেকে সুপারি নিয়ে যায় ও ছোট ছোট সুপারি গাছগুলো উঠিয়ে নিয়ে যায় সিরাজ এর নেতৃত্ব একটি ভুমি দস্যু চক্র।

পরে রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে ইয়াবা ব্যবসায়ি ও ভুমি দস্যু সিরাজ এর নেতৃত্ব ১০/১৫ জন একটি দল সেলিম এর ঘরের সামনে যায়। সেলিমকে জমির কাছে যেতে না বলে। জমির কাছে গেলে হত্যা হুমকি দেয়।পরে সেলিম এর ঘরের সামনে বোমা মারে ভুমি দস্যু চক্রটি।

এখন সেলিম ও তার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। আইনের সাহায্য ও সহযোগিতা কামনা করেন সেলিম এর অসহায় পরিবার।

উল্টো ইলিশা ফাড়িতে সেলিম সহ কয়েক জনের নামে একটি অভিযোগ দেয় আজ এ এসআই রিপন ঘটনা স্হান পরিদর্শন করেন যানা গেছে।

এব্যাপার্ ২নং ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ছোটনেকে ঘটনা যানালে তিনি বলেন, ইয়াবা ব্যবসায়ি ও ভুমি দস্যু সিরাজ এর বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে সে কিভাব এক জনলোকের বাসায় ডুকে রাত সাড়ে ১০ বোম মাকে এবং সেলিমকে মেরে ফেলার হুমকি দেয়। আমি ভোলা সদর মডেল থানার (ওসি) কে বলে দিতেছি তার বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা নেতার জন্য।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

December 2023
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031