দৌলতখানের ইউপি নির্বাচনে সতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা ও হামলার অভিযোগ

ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন পরিষদের আসন্ন উপ নির্বাচনকে সামনে রেখে চলছে প্রচার প্রচারনা।

তবে ইউনিয়ন জুরে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রাথী আবদুল হাই একক ভাবে প্রচার প্রচারনা চালাচ্ছে।

সতন্ত্র প্রার্থী নাজিমুদ্দিন হাওলাদার বলেন, নৌকা প্রতিকের সমর্থকরা আমাকে বাসা থেকে বের হতে দিচ্ছে না। বাসার সামনে কিছুক্ষণ পর পরই বহিরাগত লোক দারা মোটরসাইকেল সোডাউন ও দেশীয় অস্ত্রসস্ত্র দারা মহরা দিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

এতে করে আমার কর্মী সমর্থকরা ভয়ে কেউ রাস্তায় বের হতে পারেনা। এবং আমার মহিলা কর্মী সমর্থকরা ওয়ার্কে বের হলে তাদেরকে মারধর করে তাদের মোবাইল ফোন ছিনতাই করে এবং তাদের ব্যপক হেনেস্থা করে।

আমি প্রশাসনের কাছে অভিযোগ করেছি তারা আমাকে আশ্বাস দিয়েছে নিরপেক্ষ ভোট হবে। নিরপক্ষ ভোট হলে আমি বিপুল ভোটে জয়লাভ।

এদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রাথী আবদুল হাই এসব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমার জনসমর্থন দেখে সতন্ত্র প্রার্থীরা আমার নামে মিথ্যা বানোয়াট কথা বলছে। উল্টো তারাই বহিরাগত লোক দারা এলাকায় বিশৃঙ্খলার চেষ্টা করছে।

এ ঘটনায় স্থানিয়রা ক্ষোভ প্রকাশ করে জানান সন্ত্রাসীদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।

এ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিন ওই ইউনিয়নে একদল বহিরাগত লোক হোন্ডার বহরে লাঠিসোটা নিয়ে প্রার্থী আব্দুল হাই এর পক্ষে রাস্তায় রাস্তায় মহড়া দিয়ে উস্কানি মূলক নানা ধরনের শ্লোগান দিয়ে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ করেছে ওই ইউনিয়নের সাধারণ ভোটাররা। এমন কি সতন্ত্র প্রার্থীর পোস্টার লাগাতেও বাঁধা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন প্রার্থী নাজিমুদ্দিন হাওলাদার।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2023
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30