ভোলায় ৫ সন্তানের জননীকে গলা কেটে হত্যা

ভোলায় ৫ সন্তানের জননী কুলসুম বেগম (৪০) নামের একজনকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত কুলসুম ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের সাজি বাড়ির তছির সাজির স্ত্রী।

গতরাত ( রোববার) ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বেরী বাঁধ সংলগ্ন সাজি বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রোববার ৫ সন্তানের জননী কুলসুম স্বামী বাড়ি না থাকায় দুই শিশু সন্তান নিয়ে রাতে ঘুমিয়ে পড়ে। সকালে দুই শিশুর কান্না শুনতে পেয়ে পার্শ্ববর্তী লোকজন এসে ঘরের দরজা ভেঙ্গে কুলসুমের গলা কটা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এদিকে স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে তছির বাড়ি এসে স্ত্রীর মৃত্যু দেখে কান্নায় ভেঙ্গে পড়ে।

এঘটনায় তছির জানায়, জমাজমির বিরোধকে কেন্দ্র পূর্ব শত্রুতার জেরে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে।

এবিষয়ে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির কালবেলাকে বলেন, আমরা এ ঘটনার তদন্ত শুরু করেছি। অপরাধীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছি।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2023
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30