ভোলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে নিহত ২

ভোলা আত্মীয়ের জানাজায় যাওয়ার সময় বাসচাপায় মোটরসাইকেল দুই আরোহী জামাই-শ্বশুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কুঞ্জেরহাট বাজার সংলগ্ন বৌদ্ধের পোল এলাকায় মোটরসাইকেল বাস দুর্ঘটনায় মনির শরীফ এবং তার জামাতার এ দুর্ঘটনা মৃত্যু হয়েছে ।নিহতরা হলেন- মনির শরীফ (৪৫) ও তাঁর মেয়ের জামাই মো. আজগর আলী (২৫)। তারা দুইজন ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয়রা জানান , তারা দুইজন সকালের দিকে মোটরসাইকেলযোগে আত্মীয়ের জানাজায় অংশগ্রহণ করতে বের হন।

বৈদ্যের পোল এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় মা-জাহান সাজমী সুপার নামের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে দুইজন ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) মো. রেজাউল করিম রাজিব এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2023
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30