ভারতীয় নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আসছে

করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বিস্তার রোধে ভারতীয় নাগরিকদের ওপর মঙ্গলবার থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।অমার্কিনিদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে রয়টার্সকে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতে নতুন ধরনের করোনা অতিমাত্রায় ছড়িয়ে পড়ার কারণে ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) পরামর্শে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, আগামী ৪ মে থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে।

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড তৈরি হচ্ছে সংক্রমণ ও মৃত্যুতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৯৮ জনের। এ নিয়ে কোভিডের জেরে মোট প্রাণ হারালেন ২ লাখ ৮ হাজার ৩৩০ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৪৫২ জন। ভারতে করোনার ইতিহাসে এটিই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এই সংখ্যক আক্রান্ত মহামারি পর্বে হয়নি কোনো দেশে।

এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৯৭৬ জন। মোট আক্রান্তের হিসাবে ভারতের আগে শুধু যুক্তরাষ্ট্র।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

March 2024
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031