গণস্বাস্থ্যের সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের প্রধান এম এ কাশেম ‘র মৃত্যুতে ডা. জাফরুল্লাহর শোক
বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্যের সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের প্রধান অ্যাসোসিয়েট প্রফেসর ডা. কর্নেল (অব:) এম এ কাশেম ৭৩ এর মৃত্যুতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শোক
মঙ্গলবার (৫ জানুয়ারী) শোক বার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘‘তাঁর মৃত্যুতে দেশের চিকিৎিসা সেবার অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
তিনি আরো বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে কর্নেল (অব:) এম এ কাশেম একমাত্র আর্মি ডেন্টিষ্ট, যিনি সশস্র মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন।
বিশেষ করে ডেন্টাল চিকিৎসা উন্নতিতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন সদা হাস্যউজ্জল ও মহৎ মনের অধিকারী।
বর্তমানে তাঁর স্ত্রীও সিএসইচ হতে চিকিৎসা নিয়ে অসুস্থ্য অবস্থায় বাসায় আছেন।
শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান”।
এর আগে সোমবার ( ৪ জানুয়ারী) রাত ১১ টায় রাজধানীর সিএমএইচ হাসপাতালে করোনা আক্রন্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এম এ কামে মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মরদেহ বর্তমানে সিএমএইচ হাসপাতালের হিমঘরে রাখা আছে।
তাঁর ছেলে আগামীকাল কানাডা হতে দেশে ফেরার পর পারিবারিকভাবে জানাযা ও দাফনকার্যের সিন্ধান্ত নেওয়া হবে।