বিদেশি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
বিদেশি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
করোনা মহামারি সঙ্কটেও এশিয়ার মধ্যে বাংলাদেশের জিডিপি সর্বোচ্চ ছিলো বলেও জানান মন্ত্রী।
মঙ্গলবার (৫ জানুয়ারি) ঢাকা চেম্বার অফ কমার্সের তিনদিনের বিজনেস কনক্লেভে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।
এ সময় তিনি আরও জানান, সরকার কর্মসংস্থান বাড়াতে কাজ করছে।
দেশে বিনিয়োগ বাড়াতে সাব রিজিওনাল কানেক্টিভিটি বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।