তুরস্কে আশ্রয় নেওয়া একশ শরণার্থী ইরাকে ফিরে গেছে!
আইএস দমনের পর তুরস্কে আশ্রয় নেওয়া একশ ইরাকি শরণার্থী নিজেদের বাড়িতে ফিরে গেছেন।
রোববার (০৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইরাকের শরণার্থী বিষয়ক মন্ত্রণালয়। সূত্র: ডেইলি সাবাহ
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, তুরস্কের পক্ষ থেকে তাদের নিরাপদে বাড়ি পৌঁছাতে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। তারা নিজেদের বাড়িতে ফিরতে সক্ষম হয়েছেন।
একশ জনের সবাই বাস যোগে তুরস্কের সীমান্ত পার হয়ে ইরাকে প্রবেশ করেন।
পরে সবাই নিজেদের গন্তব্যে চলে যান।মন্ত্রণালয় জানায়, ফিরে আসা একশজন ইরাকের মসুল, আনবার এবং সাউদ্দিন প্রদেশের বাসিন্দা।
ওই এলাকাগুলো দীর্ঘদিন মার্কিন সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী আইএসএ’র দখলে থাকায় মানুষ ঘরবাড়ি ফেলে পালিয়ে গিয়েছিল।
আইএসের আগ্রাসন থেকে মুক্ত করে নিরাপত্তা জোরদার করার পর জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। ২০১৪ সালের দিকে ওই অঞ্চলে আইএসের নিয়ন্ত্রণ শুরু হলে অন্তত ৫০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়।
এ সময়ের মধ্যে অনেকে ইরাকি নাগরিক তুরস্কে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন।
তবে কাউকে নাগরিকত্ব দেওয়া হয়েছিল কিনা সেটি স্পষ্ট করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।