নতুন বছরে সুন্দর বাংলাদেশের প্রত্যাশা বিএনপির : মির্জা ফখরুল
নতুন বছর ২০২১ সালে বিএনপি সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার এক আলোচনা সভায় তিনি দলের এই প্রত্যাশার কথা ব্যক্ত করেন।
জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্মরণে এই আলোচনা সভার আয়োজন করে ‘চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদ’। গত ৯ ডিসেম্বর ৮০ বছর বয়সে মারা যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা কোনো প্রভুতে বিশ্বাস করি না, আমরা কারো পদানত হতে চাই না, আমরা সেবাদাসে পরিণত হতে চাই না। আমরা মাথা উঁচু করে বিশ্বের দরবারে চলতে চাই। এটাই হচ্ছে আমাদের রাজনীতি, এই রাজনীতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ করতেন।’
‘বাংলাদেশের জনগণ অবশ্যই তাদের অধিকার ফিরে পেতে সংগ্রামের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্যদিয়ে এই দানবীয় স্বৈরাচারকে, দানবীয় ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে জনগণের যে সরকার, সেই সরকার, জনগণের যে পার্লামেন্টে সেই পার্লামেন্ট, জনগণের রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করবে’, বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে সবচেয়ে প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে বন্দী জীবনযাপন করছেন। রাজনৈতিক কর্মী ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, পাঁচশ উপরে মানুষ গুম, হাজারের উপরে মানুষ খুন হয়েছে, ১৫৭ জন সাংবাদিকের বিরুদ্ধে গত বছর মামলা হয়েছে ডিজিটাল সিকিউরিটি এক্টে। কোথায় গণতন্ত্র?’ এখানে মানুষের অধিকার নেই। গত বছর ৩০০ জন মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। কোথায় যাবেন?’
কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে ও সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় আরও বক্তব্য দেন-বিএনপি নেতা এজেডএম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, শাহজাদা মিয়া, খায়রুল কবির খোকন, উলামা দলের শাহ নেছারুল হক, মহিলা দলের হেলেন জেরিন খান, প্রয়াত নেতার মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ প্রমুখ।