সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট ব্লক ২-এ দোকানের বৈধতা দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগে মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন দুলু এ মামলা করেন।
এতে আরও ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিমের আদালতে এ মামলাটি করা হয়।
গত ৮ ডিসেম্বর থেকে ফুলবাড়িয়া সুপারমার্কেট ২-এ নকশাবহির্ভূত দোকান অপসারণে উচ্ছেদ অভিযান শুরু হয়।
ডিএসসিসির তথ্য মতে, ওই মার্কেটে ৯১১টি নকশাবহির্ভূত দোকান রয়েছে।
তবে ব্যবসায়ীরা বলছেন, আন্ডারগ্রাউন্ডে থাকা ৫৩৪টি দোকান বৈধ। ১৯৯৭ সালে এসব দোকান বরাদ্দ দিয়েছিলেন প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ।
এসব বরাদ্দ পেতে ‘সেলামি’ পরিশোধ করেছেন দোকান মালিকরা।
এছাড়া নিয়ম অনুযায়ী মাসিক ভাড়াও পরিশোধ করেছেন তাঁরা। প্রতিটি দোকানের বিপরীতে ট্রেড লাইসেন্সও রয়েছে।