গনতন্ত্র হত্যা দিবসে পুলিশে ঘেরা সমাবেশ চলছে প্রেসক্লাবে
গনতন্ত্র হত্যা দিবসে পুলিশে ঘেরা সমাবেশ চলছে প্রেসক্লাবে । একাদশ সংসদ নির্বাচন বাতিল ও পূণ: নির্বাচনের দাবিতে বিএনপি’র কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ চলছে। কিন্তু সমাবেশে বিপুল পরিমান পুলিশ সদস্য ব্যারিকেড দিয়ে রেখেছে।
সমাবেশে মহাসচিবের থাকার কথা রয়েছে।
তবে উপস্থিত রয়েছেন হাবিব-উন নবী খান সোহেল,আবদুস সালাম,মোয়াজ্জেম হোসেন আলাল,মীর শরাফত আলী সপু,কাজী আবুল বাশার,আবদুল কাদের ভূইয়া জুয়েল,শেখ রবিউল আলম রবি,ছাত্রদল,যুবদল,শ্রমিকদল,সেচ্ছাসেবক দলের সেন্ট্রালের নেতারা।
সমাবেশে বিএনপি’র জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়া গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে একই দিন দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হবে।