মার্কিন সিনেটে বিশাল সামরিক বাজেট পাস
মার্কিন সিনেটে বিশাল আকারের বার্ষিক সামরিক বাজেট পাস হয়েছে।
বিশ্বে যখন নতুন করে স্নায়ুযুদ্ধের পূর্বাভাস দেখা দিয়েছে ঠিক এমন মুহূর্তে এই বাজেট পাস হলো।
শুক্রবার মার্কিন সিনেট ৭৪ হাজার ১শ কোটি ডলারের সামরিক বাজেট পাস করেছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ সামরিক শক্তিগুলোর বিরুদ্ধে যুদ্ধের তহবিল যোগাতে এই বাজেট বিল পাস হয়।
এই বিল পাসের মাধ্যমে মূলত পেন্টাগনের নীতি বাস্তবায়ন এবং সামরিক ব্যয়ের কর্তৃত্ব দেয়া হলো সরকারকে।
সিনেটে বাজেট বিল পাসের পক্ষে ৮৪টি ভোট পড়ে। ১০০ সদস্যের সিনেটে বিলটি পাস করার জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল।
সেক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক ভোটের চেয়ে বেশি ভোট পড়েছে বিলের পক্ষে।
চলতি মাসের প্রথম দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমকে সুরক্ষা দেয়ার আইন যদি সম্পূর্ণভাবে বাতিল না করা হয় তাহলে তিনি এই বিলে ভেটো দেবেন।
ট্রাম্প দাবি করেছেন, ফেডারেল আইনের কমিউনিকেশন্স ডিসেন্সি অ্যাক্টের সেকশন ২৩০কে সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। এই আইন আমেরিকার জন্য মারাত্মক রকমের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করেছে বলে তিনি দাবি করেন।