সিঙ্গাপুরে যেভাবে প্রাণে বাঁ’চলেন বাংলাদেশি শ্রমিক

মাটি থেকে ৪০ মিটার উপ’রের এক টাওয়ার ক্রেনে কাজ করছিলেন প্রবা’সী বাংলাদেশি শ্রমিক।

হঠাৎ পায়ে আঘাত পেয়ে নিচে নেমে আসার সক্ষ’মতা হারান তিনি। অনেক চেষ্টার পর তাকে নিচে নামান সি’ভিল ডিফেন্সের সদস্যরা।

জানা গেছে, সিঙ্গাপুরে বসবাসরত ৪৬ বছর বয়সী এক প্রবাসী বাংলা’দেশি শ্রমিক কাজ করছিলেন ৪০ মিটার উপরের এক টাও’য়ার ক্রেনে।

কিন্তু হঠাৎ তার পা অবস হয়ে পড়ায় উপর থেকে নিচে নেমে আসতে পারছি’লেন না তিনি।

যার ফলে সেখানে আটকে পড়েন তিনি। স্থানটি সংকীর্ণ হওয়ায় পড়ে গিয়ে দুর্ঘটনার আশঙ্কাও দেখা দেয়।

বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হন সিঙ্গাপু’রের সিভিল ডিফেন্স ফোর্সের চৌকস কর্মীরা।

প্রথমেই সিভিল ডিফেন্সের চারজন কর্মী উপরে উঠেন। তাদের মধ্যে একজন উপরে থাকা অবস্থায় আহত বাংলাদেশির চিকিৎসা করেন।

অন্য একটি দলও স্ট্রেচার প্রস্তুত করে একইভাবে উপরে যান। মাটি থেকে এত উপরে সংকীর্ণ স্থানে বসেই আ’হত ব্যক্তিকে স্ট্রে’চারে উঠানো হয়।

শেষ পর্যন্ত দীর্ঘ এক ঘণ্টার প্রচেষ্টায় তাকে মাটিতে নামিয়ে আনা হয়।

এ নিয়ে দেশটির মন্ত্রণা’লয় থেকে বলা হয়েছে, সংশ্লিষ্ট কো’ম্পানির কোনো গাফিলতি আছে কিনা সেটি তদন্ত করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

March 2024
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031