সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান
দীর্ঘ দেড় যুগের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর প্রথমবার দেশের শীর্ষস্থানীয় সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক এবং বিএনপির শীর্ষ নেতারা অংশ নেন।
শনিবার বেলা সোয়া ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত হয়েই তারেক রহমান একে একে সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে কুশল বিনিময় করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরো আয়োজনজুড়েই ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও খোলামেলা আলাপচারিতা।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ সময় ধরে সরাসরি যোগাযোগের সুযোগ না থাকায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, রেডিও, সংবাদ সংস্থা ও অনলাইন মাধ্যমের সম্পাদক ও শীর্ষ নির্বাহীরা অংশ নেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “অনেকগুলো বছর সংগত কারণেই দলের প্রধান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সরাসরি দেখা সাক্ষাৎ কিংবা শুভেচ্ছা বিনিময় হয়নি। সেই অভাব থেকেই দলের পক্ষ থেকে এই আয়োজন।”
তারেক রহমান যুক্তরাজ্যে দেড় যুগ নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সপরিবারে দেশে ফেরেন। দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তাঁর মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা যান।
এই শোকের মধ্যেই দলের সাংগঠনিক সিদ্ধান্ত আসে। এর দশ দিনের মাথায় শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। এর পরদিনই প্রথম কর্মসূচি হিসেবে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন।
দলের নেতাদের মতে, এই আয়োজনের মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে বিএনপির যোগাযোগ আরও সুসংহত হবে এবং পারস্পরিক সম্পর্ক নতুন মাত্রা পাবে।
