ব্রেকিং নিউজঃ

আপিলের পর তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।

আজ শনিবার জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। যদিও এরআগে কমিশন মনোনয়ন বাতিল করেছে, তবে আপিলের পর মনোনয়নপত্র বৈধ করে ইসি

মনোনয়ন বৈধ ঘোষণার পর হাস্যোজ্জ্বল তাসনিম জারা বলেন, ‘সবার জনসমর্থনেই আগামী নির্বাচনে আমি প্রার্থী হিসেবে লড়াই করতে পারবো।

সবার প্রতি কৃতজ্ঞতা। আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীকের জন্য আবেদন করতে পারবো। আমাদের পছন্দ ফুটবল মার্কা। সেই প্রক্রিয়ায় এগুচ্ছি।

শনিবার সকাল ১০টার পর থেকে প্রার্থীদের করা আপিলের শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত রয়েছেন।

শুনানিতে আপিলকারী প্রার্থী ও তাদের প্রতিনিধিরা প্রয়োজনীয় কাগজপত্রসহ অংশ নিচ্ছেন।এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

গত ৩ জানুয়ারি তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে ৫ জানুয়ারি বিকেলে ইসিতে গিয়ে আপিল জমা দেন তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

January 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031