ব্রেকিং নিউজঃ

সমগ্র মানুষ প্রত্যাশা নিয়ে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সকালে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বললেন, “বেশ কঠিন একটা সময়ে আমাদের নেতা জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে।”

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘‘এরইমধ্যে তিনি দূর থেকে যে ভার্চুয়ালি আমাদের সামনে কথা বলেছেন জাতির সামনে। গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে। এবার একটা সুযোগ সৃষ্টি হবে সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারব।”

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার তার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিএনপি মহাসচিব একাত্তর সালের বীর মুক্তিযোদ্ধা এবং ২৪ এর ছাত্র গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ করে বলেন, ‘‘আমাদের সেইসব ছেলে-মেয়ে-শিশুদের যারা ২০২৪ সালে আমাদেরকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার একটা অভূতপূর্ব সুযোগ এনে দিয়েছেন। তাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই।”

বেলা ১১টা ২০ মিনিটে মাওলানা আবুল কালাম আজাদের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত সাংবাদিকের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

পরে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বক্তব্যের শুরুতেই সেই মহীয়সী নারীকে স্মরণ করতে চাই যিনি সারাটা জীবন দেশের জন্য নিজের জীবনটা উৎসর্গ করেছেন, তিনি হলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া।

আজকে আরও স্মরণ করতে চাই ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের এবং ২৪ এর জুলাই যোদ্ধাদের, যারা ফ্যাসিস্ট বিরোধী গণ-অভ্যুত্থানে জীবন দিয়ে আমদের একটি অভূতপূর্ব গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের সুযোগ তৈরি করে দিয়েছে।

অনুষ্ঠানে জাতীয় সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের সম্পাদকরা উপস্থিত রয়েছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

January 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031