ব্রেকিং নিউজঃ

সেনাবাহিনীর সদস্য সরিয়ে নেওয়ার খবর গুজব, আগের মতোই মাঠে থাকছেন তারা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সেনাবাহিনী আগের মতোই মাঠে থাকবে, এই বিষয়ে যে খবর ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ গুজব।

রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই মুহূর্তে সেনাবাহিনী আগের মতোই মাঠে থাকবে, তাদের সরিয়ে নেওয়া হচ্ছে না।”

গত ৫ নভেম্বর কিছু গণমাধ্যমে প্রকাশিত হয় যে, সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য সাময়িকভাবে মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে। তবে সে খবরের সত্যতা নেই বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “মোতায়েনকৃত সেনা সদস্যদের ৫০ শতাংশ প্রত্যাহার করা হবে— এই খবরটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব।”

কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কোনো ধরনের শঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।”

এর আগে সেনাসদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (এমওডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন জানান, সেনা প্রত্যাহার বিষয়ে একটি চিঠি পাওয়া গিয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “গত ১৫ মাস ধরে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা করে আসছে। চুরি যাওয়া অস্ত্র উদ্ধার ও চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারেও অভিযান চলছে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থায় কোনো শিথিলতা আনা হচ্ছে না। বরং মাঠপর্যায়ে সেনা ও অন্যান্য বাহিনীর সমন্বয় আরও জোরদার করা হচ্ছে যাতে রাজনৈতিক কর্মসূচি ঘিরে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি না হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

December 2025
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031