ব্রেকিং নিউজঃ

অনশন ভাঙার আহ্বান ইসি সচিবের, তারেককে আপিল করতে পরামর্শ

আমজনতার দল’-এর নিবন্ধনের দাবিতে টানা ১২৫ ঘণ্টা ধরে নির্বাচন কমিশনের (ইসি) ফটকের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন সদস্যসচিব তারেক রহমান। শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে গেলেও তিনি আন্দোলন থামাচ্ছেন না। এ অবস্থায় রোববার (৯ নভেম্বর) ইসি সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ তাকে অনশন ভেঙে আপিল করার আহ্বান জানিয়েছেন।

সচিব বলেন, “আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, যেন এই অনশন ভঙ্গ করে আইনগত প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের পথে নিয়ে যাওয়া হয়। আপিল, সংশোধন, পরিমার্জন বা সময় বর্ধন—এসব তো প্রচলিত প্রক্রিয়া। নিশ্চয়ই তারা বিষয়টি বিবেচনা করবেন।”

তিনি জানান, দলটির নিবন্ধন আবেদন নামঞ্জুর করা হয়েছে নির্দিষ্ট কিছু শর্তের কারণে, তবে সেটি নিয়ে পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। “আমরা আইনগতভাবে যতটুকু বলা প্রয়োজন, তা চিঠির মাধ্যমে জানিয়েছি। এখন তারা চাইলে আপিল করতে পারেন এবং ঘাটতিগুলো পূরণ করতে পারেন। আবেদন করলে কমিশন তা বিবেচনা করবে কি না, সেটি পরবর্তী বিষয়,” বলেন আখতার আহমেদ।

আপিলের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, “সচিবালয় থেকেই সাধারণত এই প্রক্রিয়া হয়, কারণ চিঠিপত্র সচিবালয় থেকে যায়। আপিল করলে তা সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর যাবে। নির্দিষ্ট সময়সীমা আমি বলছি না, চাইলে এখনই কিংবা আগামীকালও তারা আবেদন করতে পারেন।”

ইসি সচিব আরও বলেন, “আমরা চাই, সব রাজনৈতিক দল আইনি কাঠামোর মধ্য থেকে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিক। কেউ যদি সিদ্ধান্তে অসন্তুষ্ট থাকেন, তিনি যেকোনো সময় পুনর্বিবেচনার আবেদন করতে পারেন।”

এর আগে ৪ নভেম্বর নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) ও বাংলাদেশ আম জনগণ পার্টিকে প্রাথমিকভাবে নিবন্ধন দেয়। গণবিজ্ঞপ্তি প্রকাশের পর দাবি-আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে বলে জানায় ইসি। তবে তালিকা থেকে বাদ পড়ে তারেক রহমানের ‘আমজনতার দল’। সেদিন বিকেল থেকেই নির্বাচন ভবনের সামনে অনশন শুরু করেন তিনি।

রোববার দুপুরে আগারগাঁওয়ে现场 গিয়ে দেখা যায়, মাটিতে বিছানো চাদরে শুয়ে আছেন তারেক রহমান। হাতে স্যালাইন চলছে, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। আশপাশে জড়ো হয়েছেন দলীয় কর্মী, সাধারণ মানুষ ও সাংবাদিকরা। তার শ্বশুর মো. হেলাল উদ্দিন জানান, “তারেকের বাবা-মা দুজনই বয়োজ্যেষ্ঠ। তারা ফোনে খোঁজ নিচ্ছেন, কিন্তু ছেলে এখনো সিদ্ধান্তে অনড়।”

ইসির এক চিঠিতে জানানো হয়, দলটির ২২ জেলার মধ্যে ২টি জেলায় এবং ঘোষিত ১০০টি উপজেলার মধ্যে ৬৭টিতে কার্যকর অফিসের প্রমাণ পাওয়া যায়নি। এসব জায়গায় ২০০ জন ভোটার সদস্য থাকার তথ্যও অসম্পূর্ণ ছিল।

সচিবালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আইন মেনে কাজ করা ছাড়া ইসির কিছু করার নেই। আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, “৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই। কমিশন কি বিধিমালার বাইরে যেতে পারে?”

তবে কমিশনের একাধিক সূত্র জানিয়েছে, ইসি চাইলে দলটির আপিল বিবেচনা করে পুনর্মূল্যায়নের সুযোগ নিতে পারে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

December 2025
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031