সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার নির্দেশ
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পর আদালত হত্যা মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক সোমবার (২০ অক্টোবর) এই আদেশ দেন। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা মডেল থানাকে।
বাদীপক্ষের আইনজীবী ফারুক আহমেদ জানান, সালমান শাহের মা নীলা চৌধুরীর করা রিভিশন আবেদনটি মঞ্জুর করে আদালত এ নির্দেশ দেন। তিনি বলেন, পিবিআইয়ের পূর্ববর্তী তদন্ত ছিল পক্ষপাতদুষ্ট, তাই নতুন করে হত্যা মামলা দায়ের ও পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের ফ্ল্যাট থেকে সালমান শাহের লাশ উদ্ধার করা হয়। সে সময় পুলিশ ‘অপমৃত্যুর’ মামলা হিসেবে ঘটনাটি গ্রহণ করে। পরের বছর এক আসামি রিজভী আহমেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, সালমানকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছিল। এরপর সালমানের বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী কয়েকজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। তবে পরবর্তী তদন্তগুলোতে বিষয়টি আত্মহত্যা বলে প্রতিবেদন দেওয়া হয়।
২০০৩ সালে আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠায়। ২০১৪ সালে সেই তদন্ত প্রতিবেদনেও সালমান শাহের মৃত্যুকে ‘অপমৃত্যু’ বলা হয়। ২০১৬ সালে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চার বছর পর ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি তারা চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়, যেখানে বলা হয়, পারিবারিক কলহ ও মানসিক চাপের কারণে সালমান শাহ আত্মহত্যা করেছেন।
তবে এ প্রতিবেদনের বিরোধিতা করে সালমান শাহের মা নীলা চৌধুরী ২০২১ সালে নারাজি আবেদন জানান। তার অভিযোগ, “পিবিআই তদন্তে অনেক গুরুত্বপূর্ণ দিক উপেক্ষা করা হয়েছে। সালমান আত্মহত্যা করেননি, তাঁকে হত্যা করা হয়েছে।” এরপর ২০২২ সালে রিভিশন আবেদন করেন তিনি, যার শুনানি শেষে আদালত সোমবার রায় ঘোষণা করে হত্যা মামলা দায়েরের নির্দেশ দেন।
আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে সালমান শাহের মামা, চলচ্চিত্র পরিচালক আলমগীর কুমকুম বলেন, “দীর্ঘদিন পর হলেও আদালতের এই নির্দেশ আমাদের মনে আশা জাগিয়েছে। সালমানের মৃত্যুর ন্যায়বিচার আমরা দেখতে চাই।”
বাংলা সিনেমায় সালমান শাহ ছিলেন নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় নায়ক। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশের পর একের পর এক সুপারহিট চলচ্চিত্র উপহার দেন তিনি। চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে তাঁর জুটি আজও দর্শকদের মনে অমলিন।
