২৮তম বিসিএস ফোরামের সভাপতি জামিলা শবনম ও সাধারণ সম্পাদক হাসনাত মোর্শেদ

ঢাকা ২৮ তম বিসিএস (এডমিন) ফোরামের ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে বেগম জামিলা শবনম সভাপতি ও মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

২৭ নভেম্বর সকাল থেকে ২৮ নভেম্বর ২০২৪ সকাল ১০টা পর্যন্ত অনলাইনে ভোট গ্রহণ করা হয়। ২০১ জন সদস্যের মধ্যে ১৯১ সদস্য অনলাইনে ভোটের মাধ্যমে ১৭ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি নির্বাচন করেন।

সরাসরি ভোটে খন্দকার মুশফিকুর রহমান ও বেগম সুবর্ণা সরকার সহসভাপতি, মো. ইব্রাহিম যুগ্ম সম্পাদক, মো. আব্দুল্লাহ আল মাহমুদ সাংগঠনিক সম্পাদক, দীপক কুমার রায় ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, সাইফুর রহমান কল্যাণ সম্পাদক, মো. মামুন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

আর কোষাধ্যক্ষ পদে মামুন আল ফারুক, প্রচার সম্পাদক পদে বেগম শাম্মি ইসলাম, এ এইচ এম মাহফুজুর রহমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক, দীপংকর রায় আইন সম্পাদক, নুরুল হুদা সহ-কোষাধ্যক্ষ, চৌধুরী আশরাফুল করিম ও মো. শাহাদাত হোসেন নির্বাহী সদস্য এবং মো. শাহীদুল ইসলাম দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উক্ত কমিটি দুই বছর ২০২৪-২৬ মেয়াদে তাদের দায়িত্ব পালন করবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

March 2025
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031