তাঁত শিল্পের ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা করবে সরকার: উপদেষ্টা

নরসিংদীতে তাঁত বোর্ডের শিক্ষার্থী ও তাঁতীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।এ সময় তিনি শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনেন।
শনিবার বিকালে নরসিংদী তাঁত বোর্ড মিলনায়তনে এ মতবিনিময় সভা করেন তিনি। এর আগে তিনি নরসিংদী ইউএমসি জুট মিল ও মাধবদীতে বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন।
মাধবদীতে বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, তাঁত শিল্পের ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা করবে সরকার। যাদের তাঁত মেশিন নেই, তাদেরকেও সহযোগিতা করা হবে।
সরকারি প্রতিষ্ঠানগুলো চলতে থাকবে আর লস দিবে, শত মানুষ চাকরি করবে- এটা তো হয় না। এজন্যই সরকারি প্রতিষ্ঠান চলে না। প্রাইভেট প্রতিষ্ঠান লাভের দিকে তাকায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ, বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহম্মেদ, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ চৌধুরী, পুলিশ সুপার আব্দুল হান্নান প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2025
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930