অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে: এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
যাতে দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে পারে।
বুধবার দুপুরে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের রাজাপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী সভায় তিনি এ কথা বলেন।
সভায় বিএনপি নেতা এম বেলাল হোসেন, ইউছুফ চেয়ারম্যান, গোলাম সারোয়ার, আবুল কালাম কালা মুন্সি ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বন্যাকবলিত প্রায় ছয় শতাধিক মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ করা হয়।