ব্রেকিং নিউজঃ

ধোনির সংগ্রহে কোটি কোটি টাকার মার্সিডিজ

১৯৮১ সালের ৭ জুলাই ভারতের ঝাড়খণ্ডের রাঁচি এলাকায় জন্মগ্রহণ করেন ধোনি। গত রোববার ছিল তার ৪৩তম জন্মদিন।

তিনি ভারতের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৫২৬টি ইনিংসে ব্যাট করে ১৬টি সেঞ্চুরি আর ১০৮টি ফিফটির সাহায্যে ১৭ হাজার ২৬৬ রান করেন।

ভারতীয় কিংবন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে আইসিসির একাধিক শিরোপাা জিতেছে টিম ইন্ডিয়া। ধোনিই প্রথম ভারতীয় অধিনায়ক যিনি তিনটি আইসিসি ট্রফি জিতেছেন।

ধোনির নেতৃত্বে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে চ্যাম্পিয়ন হয় ভারত। ২০১১ সালে দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেতৃত্ব দেন ধোনি।

ধোনি শুধু বাইকেরই শৌখিন নন, বিলাসবহুল গাড়ির জন্যও তার বড় ক্রেজ রয়েছে। তার গ্যারেজে অনেক আশ্চর্যজনক গাড়ি রয়েছে, যার মধ্যে কিছু বিখ্যাত ব্র্যান্ডের বিলাসবহুল গাড়িও রয়েছে।

ধোনির সংগ্রহে রয়েছে হামার H2, যার দাম ৭৫ লাখ টাকা। আছে ল্যান্ড রোভার ফ্রিল্যান্ডার 2 দাম–৫৭.৩৭ লাখ টাকা। জিপ গ্র্যান্ড চেরোকি ট্র্যাকহক দাম– ১ কোটি টাকা। ফেরারি 599 GTO দাম – ১.৩৯ কোটি টাকা।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2024
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930