ব্রেকিং নিউজঃ

বাংলাদেশি ৬৭ হাজার হজযাত্রী পৌঁছেছেন সৌদি

পবিত্র হজ পালনের উদ্দেশে বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছন ৬৭ হাজার ১৩৮ জন হজযাত্রী।

মোট ১৭২টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছেছেন। এ তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের রাতের বুলেটিনে বলা হয়েছে, ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ ৯০টি, সৌদি এয়ারলাইন্স ৫৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৬টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর বাংলাদেশের জন্য ১ লাখ ২৭ হাজার ১৯৮ ব্যক্তির সৌদি আরবে হজ করতে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু নিবন্ধন করেছেন ৮৩ হাজার ৩১১ জন।

গত ৯ মে বাংলাদেশ থেকে যে হজযাত্রা শুরু হয়েছিল তার শেষ ফ্লাইট যাবে ১২ জুন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় এবার ১৫ জুন শুরু হচ্ছে আনুষ্ঠানিকতা, পরদিন সেখানে কুরবানির ঈদ উদযাপিত হবে।

সৌদি আরব পৌছে এ পর্যন্ত মোট ১২ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। সবশেষ বৃহস্পতিবার মক্কায় মারা গেছেন ঢাকার রামপুরার বাসিন্দা আরিফুল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2024
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031