উন্নয়নের মহাসড়কে দেশ সব কিছু ডিজিটাল হওয়ায়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সব কিছু ডিজিটাল হওয়ায় এখন উন্নয়নের মহাসড়কে দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।সেই ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব।

বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এতে করে দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা যথেষ্ট বেড়েছে। এবার মানসম্মত শিক্ষার দিকে মনোযোগী হওয়ার পালা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। প্রবেশিকা বক্তা হিসাবে বক্তৃতা করেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের অতিরিক্ত পরিচালক ড. আফসানা হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার।

স্বাগত বক্তব্য দেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দেল­াহ ও প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবির।

অনুষ্ঠানে রেজিস্ট্রার আবু হাসান ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের পাঠদানের জন্য ডিন এবং ইনস্টিটিউটের পরিচালকদের কাছে উপস্থাপন করেন এবং ডিন ও পরিচালকরা পাঠদানের জন্য শিক্ষার্থীদের বরণ করে নেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2024
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31