বাংলাদেশকে ১০ লাখ ডেঙ্গু টেস্টের কিট দেবে চীন: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশকে প্রায় ১০ লাখ ডেঙ্গু টেস্টের কিট দেবে চীন। পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত আরও কিছু যন্ত্রপাতি দেবে।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চীন সরকারের দেওয়া ডেঙ্গু কিট হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, আমরা চীন সরকার থেকে প্রায় ১০ লাখ ডেঙ্গু টেস্ট কিট পাবো।

পাশাপাশি তারা বেশ কিছু যন্ত্রপাতিও দেবে। এরমধ্যে ব্লাড সেপারেটর, ফ্রিজার, অটো হেমাটোলাইজার এবং ব্লাড ব্যাগ রয়েছে।

এসব জিনিস আমাদের ডেঙ্গু চিকিৎসায় প্রয়োজন হয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গু চিকিৎসার জন্য আলাদা বেড রয়েছে।

আইভি ফ্লুইড বা স্যালাইনের কোনো অভাব নেই। কিন্তু ডেঙ্গু এখনো আছে। প্রতিদিন প্রায় ১০ জন মারা যাচ্ছেন ডেঙ্গুতে।

আর দুই হাজারের বেশি লোক প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। তিনি বলেন, আমি যেটা দেখেছি, ঢাকার বাইরে এখন ডেঙ্গু সংক্রমণ এবং মৃত্যুর হার বেশি।

ঢাকায় সংক্রমণের হার কমে আসছে, কিন্তু মৃত্যু হচ্ছে। এর কারণ হচ্ছে, ক্রিটিকাল কেসগুলো (মুমূর্ষু রোগী) ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হয়।

লম্বা সময় জার্নি করে আসার কারণে অনেক সময় রোগী সক সিনড্রোমে চলে যান। ফ্লুইডের অভাবেও মারা যান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নারীদের সংক্রমণ কম হলেও মৃত্যুর হার বেশি। অনেক সময় তারা চিকিৎসা নিতে দেরি করেন।

তাই তাদের প্রতি আরও বেশি সজাগ হওয়া প্রয়োজন। যে পর্যন্ত এডিস মশা থাকবে সে পর্যন্ত ডেঙ্গুরোগীও থাকবে বলে জানান জাহিদ মালেক।

তিনি বলেন, আমাদের মশা কমাতে হবে। মশার ওষুধ স্প্রে করতে হবে। নিজের আঙ্গিনা, ঘরের ভেতর নিজেদেরই ওষুধ স্প্রে করতে হবে। এর বাইরে ডোবা-নালায় স্প্রে করবে সিটি করপোরেশন এবং পৌরসভা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

December 2023
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031