ব্রেকিং নিউজঃ

‘২৮ অক্টোবর থেকে আন্দোলনের মহাযাত্রা, সরকার পতন না হওয়া পর্যন্ত ফিরব না’

সরকারের পদত্যাগের দাবিতে ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। আজ বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জনসভা থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে আংশিক কর্মসূচি ঘোষণা করব। ২৮ অক্টোবর শনিবার ঢাকায় মহাসমাবেশ করব। এখান থেকে মহাযাত্রা শুরু হবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘মঙ্গলবার থেকে আজ পর্যন্ত ২৫০ জনকে গ্রেপ্তার করেছে। সরকার ভয় পেয়েছে, ভীত হয়েছে। তারা বুঝতে পেরেছে তাদের পায়ের নিচে মাটি নেই।’

সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘পূজার ছুটিতে সিদ্ধান্ত নেন, মানে মানে সেইফ এক্সিট নেবেন নাকি জনগণ দ্বারা বিতারিত হবেন। বিচারপতি খায়রুল হক যে রায় দিয়েছিলেন, ১৬ মাস পরে সেটা সম্পূর্ণভাবে, বৈআইনিভাবে সংবিধানটা কাঁটাছেড়া করেছেন।’

বিএনপির মহাসচিব বলেন, ‘মামলা দিয়ে, বাধা দিয়ে আর মানুষকে দমিয়ে রাখা যাবে না।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘সরকার বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করার সুযোগ দিচ্ছে না।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সকল নেতাদের সাজা দিয়ে যদি নির্বাচনে অযোগ্য করা যায়, তাহলে তাদের মাঠ পরিষ্কার হয়ে যাবে। তারা অর্থনীতি ধ্বংস করে দিয়েছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘দেশে প্রেসিডেন্ট নাই, তিনি দেশের বাইরে আছেন। কিন্তু তিনি কাউকে দায়িত্ব দিয়ে যাননি। সংবিধানে আছে প্রেসিডেন্ট যদি বাইরে যান তখন কাউকে দায়িত্ব দিয়ে যেতে হয়। সংবিধানকে পুরোপুরিভাবে লঙ্ঘন করা হয়েছে।’

সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, ‘মানে মানে সরে যান, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আমরা ক্ষমতার জন্য বলছি না।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2024
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31