আফগানদের সঙ্গেই চাপে ইংল্যান্ড, ৩৩ রানে হারাল ২ উইকেট

আফগানদের সঙ্গেই চাপে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২৮৫ রানের টার্গেট তাড়ায় ৩৩ রানে ২ উইকেট হারিয়ে কোণঠাসা।

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ২৮৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে আফগানিস্তান। ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের ১৩তম ম্যাচে রোববার মুখোমুখি হয় ইংল্যান্ড-আফগানিস্তান।

ভারতের দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে আফগানদের প্রথমে ব্যাটিং করতে পাঠায় ইংল্যান্ড। আগে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে আফগানরা।

কোনো উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ১১৪ রান জমা করেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান।

এরপর চরম ব্যাটিং বির্পযয়ে পড়ে যায় আফগানিস্তান। মাত্র ৭৬ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় তারা। ৫৭ বলে ৮টি চার আর ৪টি ছক্কায় ৮০ রান করে ফেরেন রহমানউল্লাহ গুরবাজ। ৪৮ বলে ২৮ রানে ফেরেন ইবরাহিম জাদরান।

সপ্তম উইকেটে জুটিতে রশিদ খানকে সঙ্গে নিয়ে ৪৮ বলে ৪৩ রানেরে জুটি গড়েন ইকরাম আলি খিল। ২২ বলে ৩টি বাউন্ডারির সাহায্যে ২৩ রান করে ফেরেন রশিদ খান।

এরপর মুজিব উর রহমানের সঙ্গে মাত্র ২৩ বলে ৪৪ রানের জুটি গড়ে ফেরেন ইকরাম। তিনি ৬৬ বলে তিনটি চার আর ২টি ছক্কার সাহায্যে ৫৮ রান করে ফেরেন।

দলীয় ২৭৭ রানে নবম ব্যাটসম্যান হিসেবে ফেরেন মুজিব। তার আগে মাত্র ১৬ বলে তিন চার আর এক ছক্কায় খেলেন ২৮ রানের ঝড়ো ইনিংস। শেষ ব্যাটসম্যান হিসেবে ফজলহক ফারুকি আউট হওয়ার মধ্য দিয়ে ৪৯.৫ ওভারে ২৮৪ রানে অলআউট হয় আফগানিস্তান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

December 2023
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031