বিমানবন্দর থেকে অনলাইন জুয়া চক্রের ‘মূলহোতা’ গ্রেফতার

অনলাইন জুয়া পরিচালনাকারী চক্রের সন্দেহভাজন মূলহোতা মো. মতিউর রহমানকে (২৯) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার নেপালের কাঠমান্ডু যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মতিউর জানিয়েছেন, তিনি ২০১৭ সালে পড়াশোনার জন্য রাশিয়ায় যান।

সেখানে তিনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করে বর্তমানে সোশ্যাল ওয়ার্কে মাস্টার্স করছেন। তিনি ২০২১ সালে অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত হন।

আজাদ রহমান জানান, বাংলাদেশে জুয়ার সাইট পরিচালনার জন্য আগে গ্রেফতার ছয়জনের সহায়তায় তিনি একটি চক্র গড়ে তোলেন। চক্রের সদস্যদের মধ্যে সৈকত রানা, সাদিকুলসহ কয়েকজন তাদের মোবাইল লেনদেনের (এমএফএস) এজেন্ট নম্বর ব্যবহার করে টাকা লেনদেন করতেন।

তিনি বলেন, বেটিং সাইট কর্তৃপক্ষ চক্রের আরেক সদস্য সৈকত ও মতিউর যৌথভাবে সব এজেন্টদের কাছ থেকে সংগৃহিত টাকা পাঠিয়ে দিত।

এভাবে তারা প্রতি মাসে বিপুল পরিমাণ টাকা হুন্ডি করে দেশের বাইরে পাচার করেছেন। মতিউর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ৩১ আগস্ট অনলাইন বেটিং সাইটে জুয়া পরিচালনাকারী চক্রের সদস্য সন্দেহে ছয়জনকে মোহাম্মদপুর, বনশ্রী ও আগারগাঁও এবং সিরাজগঞ্জের শাহজাদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আটক করে সিআইডি।

এ ঘটনায় পল্টন মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়; কিন্তু তখন এ চক্রের মূলহোতা মতিউর পলাতক ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2024
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930