বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে গত ২৩ মে ‘কাতার ইকোনমিক ফোরাম-২০২৩’ -এর বৈঠকের সাইড লাইনে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এসময় তারা পারষ্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে জ্বালানিখাতে পারষ্পরিক সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়াও, এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি। এসময় দু’দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের লক্ষ্যে কাতার থেকে বিদ্যমান চুক্তির অতিরিক্ত বার্ষিক আরও এক থেকে দুই মিলিয়ন টন এলএনজি আমদানির বিষয়ে কাতার সরকারের মনোভাব ইতিবাচক।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2023
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30