শিগগিরই জবাব পাবে ইউক্রেন, কঠোর হুঁশিয়ারি রুশ প্রতিরক্ষামন্ত্রীর

সীমান্ত অঞ্চলে ঢুকে রাশিয়ার বেসামরিক নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলার মতো ইউক্রেনের গর্হিত কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ইউক্রেন শিগগিরই এর পালটা জবাব পাবে বলেও প্রতিজ্ঞা করেন শোইগু।

বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বোর্ড সভায় তিনি বলেন, ২২ মে ইউক্রেনীয় জাতীয়তাবাদী গঠনের একটি ইউনিট বেলগোরোড অঞ্চলের কোজিনকা সীমান্ত চেকপয়েন্টের আশপাশে রাশিয়ার ভ‚খণ্ডে অনুপ্রবেশ করেছিল।

একটি সন্ত্রাসবিরোধী অভিযানের সময় ইউক্রেনীয় জাতীয়তাবাদী গঠনগুলোকে অবরুদ্ধ এবং নিশ্চিহ্ন করা হয়েছিল। বাকি জাতীয়তাবাদীদের ইউক্রেনে ফিরিয়ে দেওয়া হয়েছিল যেখানে সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত তাদের ওপর হামলা অব্যাহত ছিল।
৭০ জনেরও বেশি ইউক্রেনীয় সন্ত্রাসীদের পাশাপাশি স্বয়ংচালিত এবং সাঁজোয়া সরঞ্জাম নিশ্চিহ্ন করা হয়েছে। আমরা ইউক্রেনীয় জঙ্গিদের এই ধরনের কর্মকাণ্ডের দ্রুত এবং অত্যন্ত গুরুতর উপায়ে জবাব দিতে থাকব।

আগের দিন মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনীয় নাশকতাকারী গোষ্ঠীর অনুপ্রবেশের আগে বেলগোরোড অঞ্চলের গ্রেভোরোনস্কি জেলার কোজিনকা চেকপয়েন্ট এবং অন্যান্য বেশ কয়েকটি বেসামরিক লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2023
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30