ব্রেকিং নিউজঃ

কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না

মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস। আপনি কাউকে ঠকিয়েছেন? কাঁদিয়ে, শ্বাসিয়ে হৃদপিণ্ডে আগুন লাগিয়ে চলে গেছেন? কষ্ট দিয়েছেন? অতিরিক্ত অবহেলা করেছেন.? মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন।

যে মানুষটা আপনাকে অন্ধের মত বিশ্বাস করত তার বিশ্বাস ভেঙে দিয়েছেন।

মনে রাখবেন, মানুষটা আপনার উপর কোনো প্রতিশোধ না নিলেও সে যতবার আপনার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলবে ততবারই তার আত্মা একটা নালিশ নিয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে।

সৃষ্টিকর্তা সব দেখেন।আপনি যত ভালো মানুষের মুখোশ পড়ে থাকেন না কেন, অথবা কাউকে ঠকিয়ে যতই সুখের সাগরে ভাসেন না কেন, কারো অন্তরে আঘাত দিলে সেটার শাস্তি আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে।

যে মানুষটাকে আপনি ঠকিয়েছেন সে যদি একসময় এসে আপনাকে মাফ করে দেয়, কোন অভিশাপ না দেয়, তবুও শাস্তি আপনাকে ভোগ করতেই হবে।

“রুহের হায়” বলতে একটা কথা আছে। আমরা যেটাকে “Revange of Nature” বলি। প্রস্তুুত থাকবেন সর্বদা, মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না।

কথাগুলো মনের গহীন গভীর থেকে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2024
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031