আমিরাতে জাতীয় কবিতা মঞ্চের উদ্যোগে ঈদ পুনর্মিলনী

গত ৭ই মে ২০২২ইং শনিবার সন্ধ্যায় আরব আমিরাতের রাজধানী আবুধাবির অভিজাত হোটেল আল ইব্রাহিমি  হল রুমে ঈদ পূর্ণমিলনী ও কবিতা সন্ধ্যা উদযাপিত হয়েছে।
জাতীয় কবিতা মঞ্চ,সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্না’র সঞ্চালনায় সংগঠনের সভাপতি কবি ও কলামিস্ট মুহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় কবিতা মঞ্চ,সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক,আল সুমাইয়া গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, মানবতার কবি, ফখরুল ইসলাম খান সি আই পি।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ ইমরান। শেখ খলিফা বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজ এর অধ্যাপক আবু তাহের এর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা হয়।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের সহ-সভাপতি কবি ও ছড়াকার মির্জা মোহাম্মদ আলী, অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ,জাতীয় কবিতা মঞ্চ, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও গবেষণা বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডাঃ শেখ শামসুর রাহমান পিএইচডি,বাংলাদেশ দূতাবাস গণসংযোগ কর্মকর্তা কবি ও লেখক মু ফরহাদ হুসাইন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার সহ-সভাপতি সরওয়ার আজম, বৃহত্তর যশোর সমিতির সভাপতি  আব্দুস সামাদ, আবুধাবি আওয়ামী লীগ এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন রাজু, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি মির্জা মোহাম্মদ আলী, কবি মু ফরহাদ হোসাইন, কবি মোহাম্মদ সরোয়ার রানা, কবি নাজমুল ইসলাম, কবি আরাফাতুল ইসলাম,কবি আল আমিন জয়,অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা এনামুল হক নিজামী, বাবু দীপক চন্দ্র দাস, মিজানুর রহমান, দীপক রানা,সাংবাদিক মোহাম্মদ সেলিম, আবু হাসনাত জাহিদ,মোহাম্মদ আক্তার উদ্দিন পারভেজ,সাহাব উদ্দীন,গোলাম রাব্বানী, ফেরদাঊস ইভা ,  শেষে দোয়া পরিচালনা করেন, তালিমুনন্নেসা মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ শাহ জালাল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2024
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31