ব্রেকিং নিউজঃ

মমতার মন্ত্রিসভায় নতুন ১৭ মুখ দেখা যাবে

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন মমতা ব্যানার্জি। সম্প্রতি নতুন মন্ত্রিসভার শপথগ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। মন্ত্রিসভার শপথগ্রহণ সোমবার (১০ মে) বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির কারণে রাজভবনে সীমিত পরিসরে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবার ৪৩ জন মন্ত্রীর তালিকা রাজভবনে জমা দিয়েছেন মমতা। এর মধ্যে পূর্ণমন্ত্রী ২৪ জন। বাকি ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে ১০ জন পাচ্ছেন স্বাধীন দফতর। রোববার (৯ মে) যে তালিকা পাঠানো হয়েছে তাতে ১৭ জন নতুন মুখ দেখা যাবে।

এছাড়াও নির্বাচনে প্রার্থী না হয়েও মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন সাবেক অর্থমন্ত্রী অমিত মিত্র। অন্যদিকে কামারহাটি বিধানসভা আসনে জয় পেলেও তালিকায় নাম নেই রাজ্যের সাবেক পরিবহনমন্ত্রী মদন মিত্রের। বাদ পড়েছেন গত মন্ত্রিসভার দুই সদস্য তাপস রায় ও নির্মল মাঝি।

বিধানসভা নির্বাচনে চলচ্চিত্র জগতের অনেকেই তৃণমূলের টিকিট পেয়ে বিধায়ক হলেও রোববার মন্ত্রীদের যে তালিকা রাজভবনে মমতা জমা দিয়েছেন তাতে রুপালি জগতের কারও নাম নেই। তবে মন্ত্রিত্ব পাচ্ছেন সাবেক ক্রিকেটার হাওড়ার শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি।

মমতার মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রীরা হলেন-
১. সুব্রত মুখোপাধ্যায়, ২. পার্থ চট্টোপাধ্যায়, ৩. অমিত মিত্র, ৪. সাধন পাণ্ডে, ৫. জ্যোতিপ্রিয় মল্লিক, ৬. বঙ্কিমচন্দ্র হাজরা, ৭. মানসরঞ্জন ভুঁইয়া, ৮. সৌমেন মহাপাত্র, ৯. মলয় ঘটক, ১০. অরূপ বিশ্বাস, ১১. উজ্জ্বল বিশ্বাস, ১২. অরূপ রায়, ১৩. রথীন ঘোষ, ১৪. ফিরহাদ হাকিম, ১৫. চন্দ্রনাথ সিংহ, ১৬. শোভনদেব চট্টোপাধ্যায়, ১৭. ব্রাত্য বসু, ১৮. পুলক রায়, ১৯. শশী পাঁজা, ২০. গোলাম রব্বানি, ২১. বিপ্লব মিত্র, ২২. জাভেদ আহমেদ খান, ২৩. স্বপন দেবনাথ, ২৪. সিদ্দিকুল্লাহ চৌধুরী।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী
২৫. বেচারাম মান্না, ২৬. সুব্রত সাহা, ২৭. হুমায়ুন কবীর, ২৮. অখিল গিরি, ২৯. চন্দ্রিমা ভট্টাচার্য, ৩০. রত্না দে নাগ, ৩১. সন্ধ্যারাণী টুডু, ৩২. বুলুচিক বরাইক, ৩৩. সুজিত বসু, ৩৪. ইন্দ্রনীল সেন।

প্রতিমন্ত্রী
৩৫. দিলীপ মণ্ডল, ৩৬. আক্রুজ্জমান, ৩৭. শিউলি সাহা, ৩৮. শ্রীকান্ত মাহাত, ৩৯. সবিনা ইয়াসমিন, ৪০. বীরবাহা হাঁসদা, ৪১. জ্যোৎস্না মান্ডি, ৪২. পরেশচন্দ্র অধিকারী, ৪৩. মনোজ তিওয়ারি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2024
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31