ব্রেকিং নিউজঃ

অগ্নিমিত্রার মতোই বিধায়ক চান মোদি

ভারতের পশ্চিমবঙ্গে অগ্নিমিত্রা পালের মতোই বিধায়ক চান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দেশটির প্রভাবশালী অভিনেতা ও সদ্য বিজেপিতে যোগ দেয়া মিঠুন চক্রবর্তী এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনে জেতার সম্ভাবনা রয়েছে অগ্নিমিত্রার।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অগ্নিমিত্রার মতোই শিক্ষিত, ভদ্র বিধায়ক চান।

যিনি সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা বুঝবেন। সবার দিকে সমান নজর রাখবেন।

শুক্রবার দুপুরে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে আসানসোল (দক্ষিণ)-এর বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে ভার্চুয়াল সভায় এসব কথা বলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

মিঠুন চক্রবর্তী বলেন, ‘‘মাঝে বেশ কিছুটা সময় আমার খুবই খারাপ গিয়েছে।  সেই সময় অগ্নি নিয়মিত আমার খবর নিত।

ও আমার খারাপ সময়ের বোন। আমার স্ত্রী যোগিতাকে রোজ ফোন করত।

তার পরেই তাঁর যুক্তি, যিনি মুম্বইয়ের দাদার নিয়মিত খবর নিতে পারেন তিনি নিজের নির্বাচিত এলাকার মানুষদের দেখভাল আরও বেশি করে করবেন।

অগ্নিমিত্রা তাঁর দায়িত্ব সম্বন্ধে যথেষ্ট সজাগ। অগ্নিমিত্রার জয় আসানসোল (দক্ষিণ)-এর গর্ব।

মিঠুন চক্রবর্তীর দাবি, পশ্চিমবঙ্গে এবার পদ্মফুল ফুটবে।  আগামী ৬ মাসের মধ্যে বদলে যাবে বাংলা।

সমস্ত জেলা হাসপাতালের সব বিভাগ, বেড শীততাপ নিয়ন্ত্রিত হবে। কমানো হবে বিদ্যুতের বিল।

নারীরা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন। বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার যাবতীয় খরচ বহন করবে বিজেপি সরকার।

মোদির সঙ্গে তার যোগাযোগ আছে উল্লেখ করে মিঠুনের আরও আশ্বাস, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের মেয়েরা প্রাপ্তবয়স্ক হলেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি তরফ থেকে পৌঁছে যাবে ২ লক্ষ  ভাগচাষীরা পাবেন ৪ হাজার টাকা করে।

অগ্নিমিত্রার অঞ্চলে পানীয় জলের সমস্যা রয়েছে। সেই সমস্যাও প্রার্থী মেটাবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2024
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31