সিরিয়ার মু’সলিম’দের জন্য ১৪ হাজার বাড়ি তৈরি করেছে তুরস্ক
সিরিয়ার সুন্নি মু’সলিম গ’ণ’হ’ত্যার খলনায়ক স্বৈ’রশাসক বাশার আল আসাদের অ’ত্যা’চার, নি’পীড়নে ভিটেমাটিহারা দেশটির মু’সলিম’দের জন্য ২০২০ সালে মোট ১৪ হাজার বাড়ি তৈরি করেছে তুরস্কের ত্রাণ সংস্থা হিউম্যানটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন (আইএইচএইচ)।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ইস্তাম্বুলভিত্তিক ত্রাণ সংস্থা হিউম্যানটেরিয়ান রিলিফ ফাউন্ডেশনের (আইএইচএইচ) মিডিয়া ম্যানেজার সেলিম তসুন আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা জানান।
ইতোমধ্যে এই নির্মিত বাড়িগুলো বসবাসের জন্য হস্তান্তর করা হয়েছে।
এছাড়া আরও ছয় হাজার বাড়ি তৈরি হচ্ছে বলে জানান সেলিম তসুন। তিনি বলেন, ভিন্ন ভিন্ন ৩৯টি এলাকায় হাজারো পরিবারের বসবাসের জন্য
এই বাড়ি তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা দুইটি বিশ্ববিদ্যালয়, ৪০টি স্কুল, ছয়টি কিন্ডারগার্ডেন, একটি ধাত্রী বিদ্যালয় ও একটি আশ্রয় কেন্দ্র খুলেছি।
এই সকল স্কুলে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে।