ব্রেকিং নিউজঃ

হৃদরোগে আক্রান্ত সৌরভ, হাসপাতালে ভর্তি

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। জানা গেছে, শনিবার (০২ জানুয়ারি) সকালে বাড়িতে জিম করছিলেন সৌরভ।

হঠাৎ সবকিছু তার ব্ল্যাকআউট হয়ে যায়। মাথা ঘুরে পড়ে যান তিনি। ঠিক কোন কারণে আচমকা এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

হাসপাতাল সূত্রের খবর দিয়ে কলকাতার গণমাধ্যম জানিয়েছে, এমার্জেন্সি থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ওয়ার্ডে স্থানান্তরিত করা হচ্ছে। তবে আগে কোনওদিন এমন ঘটনা ঘটেছিল কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে।

হঠাৎ করে ব্ল্যাক-আউট হয়ে যাওয়াতে প্রাথমিকভাবে ডাক্তাররাও বেশ কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েন। একাধিক পরীক্ষার কথা বলা হয়েছে।

পরীক্ষার পর সৌরভের ধমনীতে তিনটি ব্লকেজ ধরা পড়েছে।ইতিমধ্যে একটিতে স্টেন্ট বসানো হয়েছে। ইতিমধ্যে সৌরভের পরিবারকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ডাক্তাররা।

তারা জানিয়েছেন, তিনটি ব্লকেজ আছে তার ধমনীতে। তিনটি স্টেন্ট বসাতে হবে। আপাতত একটি বসেছে। তবে আরও একবার অ্যাঞ্জিওগ্রাম করা হতে পারে। প্রয়োজনে করা হতে পারে অ্যাঞ্জিওপ্লাস্টও।

ইতিমধ্যে পাঁচ ডাক্তারের একটা মেডিক্যাল বোর্ড গঠন হয়েছে। অন্যদিকে, মহারাজের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যাণার্জি,  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে আরও অনেকে।

সৌরভের স্বজনরা বলছেন, শুক্রবার রাতেই কিছুটা অসুস্থ বোধ করছিলেন মহারাজ। আজ সকালে জিম করার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে নিয়ে আসা হয় হাসপাতালে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2024
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
282930