স্ত্রী বাজি জুয়ার আসরে, হেরে যাওয়ায় বন্ধুরা মিলে করল ধর্ষণ
নেশায় মত্ত স্বামী। জুয়ার হেরে শেষ পর্যন্ত বন্ধুদের কাছে বাজি রাখলেন নিজের স্ত্রীকেই।
সেই খেলাতেও হেরে শেষ পর্যন্ত স্ত্রীকে তুলে দিতে হল বন্ধুদের হাতে। সবার সামনেই ওই নারীকে ধর্ষণ করলেন বন্ধুরা।
ভারতের বিহারের এ ঘটনা ঘটেছে। জুয়া ও মদে আসক্ত ওই ব্যক্তি বিহারের হাসানগঞ্জের বাসিন্দা।
জুয়ায় হেরে স্ত্রীকে বন্ধুদের হাতে তুলে দেয়ার পর বন্ধুরা ওই নারীকে বেশ কয়েকবার ধর্ষণ করে।
শুধু তাই নয় ধর্ষণ শেষে তার উপর এসিডও নিক্ষেপ করেছে। রোববার বাড়ি থেকে পালিয়ে নিজের বাপের বাড়ি চলে আসেন ওই নারী।
তারপর একজন সমাজকর্মীর কাছে পুরো বিষয়টি খুলে বলেন। পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত স্বামীকে পুলিশ গ্রেফতার করে।
ভারতীয় গণমাধ্যমের খবর, এই দম্পতির প্রায় ১০ বছরের বিবাহিত জীবন।
ওই নারীর অভিযোগ, তিনি সন্তান ধারণে অসমর্থ হওয়ায় দীর্ঘদিন ধরেই স্বামী তাকে শারীরিকভাবে অত্যাচার করতেন।
অক্টোবর মাসের ২৮ তারিখে স্বামী তাকে একটা ঘরে বন্ধ করে দেন। তারপর তাকে ধর্ষণ করা হয়।